মিয়ানমার সেনা বিরোধী বিক্ষোভে যোগ দিলেন সংখ্যালঘুরা - Southeast Asia Journal

মিয়ানমার সেনা বিরোধী বিক্ষোভে যোগ দিলেন সংখ্যালঘুরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে তৃতীয় সপ্তাহে গড়ালো সেনা বিরোধী আন্দোলন। এবার বিক্ষোভে যোগ দিয়েছে দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠীরাও। শনিবার ইয়াঙ্গুনে অং সান সুচিসহ বাকি নেতাদের মুক্তির দাবিতে একাত্ম হয়ে রাস্তায় নামে তারা।

এ সময় তারা জানায়, স্বায়ত্তশাসনের বিষয়ে প্রতিশ্রুতি পূরণ না করলেও নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থান গ্রহণ যোগ্য নয়। এছাড়া সামরিক তত্ত্বাবধানে তৈরি করা ২০০৮ সালের সংবিধান বাতিল করার দাবিও জানায় সংখ্যালঘুরা।

এদিকে ইয়াঙ্গুনে, মানডালে ও নেপিদোসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরে বিক্ষোভ দামতে তৎপর নিরাপত্তাবাহিনী। এর আগে প্রথম বিক্ষোভকারীর মৃত্যুর খবরে শুক্রবার দেশজুড়ে আন্দোলন আরও তীব্র হয়েে ওঠে ।

১ ফেব্রুয়ারি সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ এনএলডির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।