চীনা রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে
 
                 
নিউজ ডেস্ক
ভারত মহাসাগরে পড়েছে চীনা রকেটের নিয়ন্ত্রণহীন ধ্বংসাবশেষ। রোববার চীনের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে নিমজ্জিত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে গার্ডিয়ান, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে এর আগেই রকেটের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই ধ্বংস হয়ে যায়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রকেটটির কিছু অংশ বেইজিং সময় সকাল ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় ৮টা ২৪ মিনিট) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।
গত ২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের ওই রকেট চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়।
তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল। মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করবে চীন। এর প্রথমটিতেই ‘লং মার্চ ৫বি’ রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়।
লং মার্চ ৫বি’র ধ্বংসাবশেষ কতটা বিপদজনক হয়ে উঠতে পারে তা নিয়ে আশঙ্কার পাশপাশি অনেকে চীনের তীব্র সমালোচনা করছিলেন।যদিও রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর জন্য একদমই বিপদজনক হয়ে উঠবে না চীন বলে আসছিল।
ওজন ২১ টন ওজনেনর লং মার্চ ৫বির ধ্বংসাবশেষেরটি এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়া সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ। এটি ৯৮ ফুট লম্বা এবং ১৬ ফুট চওড়া। সেটি কক্ষপথ হয়ে পৃথিবীর দিকে ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসে।
২৯ এপ্রিল ৩০ মিটার দৈর্ঘের লং মার্চ ফাইভ বি রকেটের সফল উৎক্ষেপণ করে চীন। এর আগে, ২০২০ সালের মে মাসে আইভোরি কোস্টে আছড়ে পড়েছিল চীনের আরেক রকেট লং মার্চের একটি অংশ। তবে তাতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
