ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ আরও ১৪ দিন - Southeast Asia Journal

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ আরও ১৪ দিন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে করোনা (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ছে। আগামী ১৪ জুন পর্যন্ত এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৬ এপ্রিল প্রথম দফায় দেশটির সঙ্গে সরকার সব স্থল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর আরও দুই দফায় ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ শনিবারের (২৯ মে) সভায় সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়।