৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি দেয়ায় দুদকের মামলা - Southeast Asia Journal

৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি দেয়ায় দুদকের মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামে ৫৫ হাজার ৩১০ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ অভিযোগে নির্বাচন কমিশনের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। এক বছরের অনুসন্ধান শেষে বুধবার দুপুরে মামলা দুটি করেন দুদকের চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।

২০১৭ সালে মিয়ানমার থেকে চলে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। তার কিছুদিন পরেই অভিযোগ পাওয়া যায়, এদের অনেকেই পেয়েছেন এদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ।

অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালে অনুসন্ধান করা শুরু করে দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে, এতে যোগসাজশ রয়েছে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর।

৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনপত্র দেয়ার প্রমাণ পায় দুদক। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গুরুতর অপরাধ হিসেবে দেখছে দুদক। এরা জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দুদক জানিয়েছে, রোহিঙ্গাদের এসব ভুয়া জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।