অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৭ বাংলাদেশি আটক - Southeast Asia Journal

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৭ বাংলাদেশি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরবেলা নোম্যান্স ল্যান্ডে আসার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পাসপোর্ট ছাড়া বাংলাদেশে প্রবেশের অপরাধে বিজিবি মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

বিজিবি জানায়, আটক বাংলাদেশিরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরবেলা ভারতের দিনহাটা থানার সেউতি-২ গ্রামে সীমান্তের ৯৪২ নং এর ৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে কাঁটা তারের বেড়া পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের বিজিবি সদস্যরা সেখানে যান। এরপর ওই ৭ বাংলাদেশি সীমান্ত দিয়ে বাড়ি ফেরার মুহূর্তে তাদেরকে আটক করে বিজিবি। লালমনিরহাট-১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করেন।