মিয়ানমারের সমুদ্র সৈকত থেকে ১৪টি লাশ উদ্ধার - Southeast Asia Journal

মিয়ানমারের সমুদ্র সৈকত থেকে ১৪টি লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের একটি সৈকত থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেছেন, ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নৌকার মালিকসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইন-এর একজন সদস্য বলেছেন, এ আগে রোববার তারা আটটি লাশ উদ্ধার করেছিল যারা সবাই রোহিঙ্গা।