খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ১৫ ভারতীয় গরু জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ১৫ ভারতীয় গরু জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির সীমান্তবর্তী সাবেক মহকুমা শহর রামগড়ে সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল, কাঠ পাচার প্রতিরোধ, স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)

এরই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১৫টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় জোনের বিজিবি সদস্যরা।

গত ৩০ মে সোমবার সন্ধ্যা পোনে ৮টার দিকে খাগড়াছড়ির রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর কুল এলাকা হতে এসব গরু জব্দ করা হয়।

সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কম দামে বেশকিছু ভারতীয় গরু অবৈধ ভাবে সীমান্ত পার করে জেলার রামগড় উপজেলার পাশ্ববর্তী বাগানবাজার ও চিকনছড়া বাজারে বেশী দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশে রামগড় স্থল বন্দরের ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ফেনী নদীর কুল নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেখানে তল্লাশী চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এছাড়া প্রয়োজনীয় কাজ শেষে বর্তমানে গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।