দীঘিনালায় অবৈধভাবে বালু তোলার ড্রেজার-ট্রাক্টর উদ্ধার - Southeast Asia Journal

দীঘিনালায় অবৈধভাবে বালু তোলার ড্রেজার-ট্রাক্টর উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মাইনী নদী থেকে বালু তোলার ড্রেজার ও ট্রাক্টর উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মোহাম্মদ উল্লাহ জানান, বালু তোলা চক্রটি দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই মাইনী নদীর দুই পাড়ে ড্রেজার বসিয়ে বালু তুলছিল। এতে নদী ভাঙনের আশংকা দেখা দেয়। তাই অভিযান চালিয়ে ড্রেজার ও ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। এছাড়া বালু তোলার পাইপ ধ্বংস করা হয়েছে।

ইউএনও আরো জানান, যারা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।