বান্দরবানে সেনা অভিযানে গ্রেনেড ও পিস্তলসহ গুলি উদ্ধার - Southeast Asia Journal

বান্দরবানে সেনা অভিযানে গ্রেনেড ও পিস্তলসহ গুলি উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবান জেলার আলীকদমে বিশেষ অভিযান চালিয়ে ৩টি হ্যান্ড গ্রেনেড ও ১টি বিদেশী পিস্তলসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে আলীকদম জোনের সেনা সদস্যরা।

বৃহস্পতিবার উপজেলার ভাগ্যঝিরি এলাকার একটি পরিত্যক্ত ঝুমঘর থেকে এসব উদ্ধার করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাইফ শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়, তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি জানান, সন্ত্রাস দমন ও এলাকায় সম্প্রীতি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।