থানচিতে দেয়াল ধসে আহতদের একজনের মৃত্যু - Southeast Asia Journal

থানচিতে দেয়াল ধসে আহতদের একজনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের থানচিতে বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান জোন হেডকোয়াটার ভিতরে একটি পরিত্যক্ত ভবন দেয়াল ধসে আহতদের মধ্যে গুরুতর আহত পরিমল চক্রবর্তী চট্টগ্রাম হাসপাতালে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২৫ মে) সকাল ৮টার দিকে বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহারের একটি পরিত্যক্ত ভবনে রড সিমেন্ট ও নির্মানসামগ্রী রাখা হয়েছিল। সকালে ৪ শ্রমিক নির্মান সামগ্রী গুলি বের করতে গেলে ঔ সময় হঠাৎ ভবনের দেয়াল ধসে পড়ে ৪ নির্মান শ্রমিক গুরুতর আহত হয়।

আহত চার শ্রমিককে উদ্ধার করে বিজিবি প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করে। একজনের সামান্য আঘাত লাগায় সে সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যায়।

এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে আরাফাত ও পরিমলের এই দুইজনের অবস্থার উন্নতি না হওয়ায় বক্তব্যরাত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে দুপুরে চট্টগ্রাম হাসপাতালে পরিমল চক্রবর্তী মারা যায়।

এ বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক থেকে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজনকে চট্টগ্রাম হাসপাতালে নেয়া হলে সেখানে পরিমল চক্রবর্তী পিতাঃ রায় মহন চক্রবর্তী নামে একজন শ্রমিক মারা যায় বলে জানা গেছে।