আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় জেএসএস (সন্তু) নেতাসহ আটক ৪
 
                 
নিউজ ডেস্কঃ
গত বুধবার রাতে উজি হেডম্যান পাড়া থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহৃত বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কেএসমং মারমা ও জেলা সাধারণ সম্পাদক ক্যাবা মং মারমা, হেডম্যান মং হলা প্রু মারমা ও থৈ হলা প্রু মারমাসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শহিদুল হক।
এদিকে চথোয়াই মং কে হত্যার প্রতিবাদে আগামীকাল বান্দরবানে অর্ধ-দিবস হরতালের ডাক দিয়েছে জেলা আওয়ামীলীগ।
বিকেলে জেলা আওয়ামীলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও পাজেপ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানিয়েছেন, চথোয়াই মংকে হত্যার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত বান্দরবানে অর্ধ-দিবস হরতাল পালন করা হবে।
এর আগে অপহরণের পর আজ দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের শিলক খালের পাশের পাহাড় থেকে চথোয়াই মং এর লাশ উদ্ধার করে।
