টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ শেখ আহমদ নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গত (২৫ফেব্রুয়ারী) শনিবার দুপুরে হ্নীলা ইউপির মোছনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা যুবক হ্নীলা ইউপির লেদা ২৪ নম্বর ক্যাম্পের নতুন বি-ব্লক, পশ্চিম, এফসিএন নং- ২৫৫৮৫৯ এর বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল দক্ষিণ হ্নীলা মোছনীপাড়া টেকনাফ টু কক্সবাজারগামী রাস্তার পশ্চিম পার্শ্বে শাহ আজিজের নির্মাণাধীন গ্যারেজের সামনে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত যুবকের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি অবৈধ ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের লক্ষ্যে অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।