সীমান্তে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার - Southeast Asia Journal

সীমান্তে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন থেকে সাড়ে ২২ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি।

বুধবার (৫ এপ্রিল) বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ৪ এপ্রিল মঙ্গলবার ওই ইউনিয়নের কাটাখাল এলাকায় এই অভিযান চালানো হয়।

তিনি জানান, সোমবার রাতে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ মালামালের একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল কাটাখাল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্তের শূন্য রেখা থেকে ৭০ থেকে ৮০ জন চোরাকারবারিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। ওই সময় চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে পাশের গ্রাম এবং নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ২২ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৭ লাখ ৫০ হাজার টাকা।