ইইউ চায় রোহিঙ্গারা নিরাপদে দেশে ফিরে যাক : গিলমোর - Southeast Asia Journal

ইইউ চায় রোহিঙ্গারা নিরাপদে দেশে ফিরে যাক : গিলমোর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর বলেছেন, রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে চায় আর ইইউও চায় রোহিঙ্গারা নিরাপদে দেশে ফিরে যাক। সে জন্য মিয়ানমার সফরে গিয়ে তাদের মূল পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিতের পক্ষে বলা হবে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলার পর দুপুরে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জু বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তার দেশ ইতিবাচক ভূমিকা রাখবে। গতকাল সাক্ষাতে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।