শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক - জ্ঞানেন্দু বিকাশ চাকমা - Southeast Asia Journal

শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক – জ্ঞানেন্দু বিকাশ চাকমা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেছেন, সরকার পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তি পূর্ণবাস্তবায়নে আওয়ামী লীগ সরকার আন্তরিক। তারই ধারা বাহিকতায় পাহাড়ের ভূমি সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৬ জুন) জুরাছড়ি উপজেলায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে পৃথক ২টি প্রকল্পের উদ্বোধন কালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য এলাকায় উন্নয়নের আলো পৌছে দিতে বর্তমান আওয়ামী লীগ সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের ধারা এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ের সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যাহ্লা প্রুই, পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থ বছরের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃক পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল ৫ লক্ষ টাকা ও উপজেলা বিশ্রামাগারে আনুসাঙ্গিক ক্রয় ও সীমানা দেয়াল নির্মান ২০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে।

You may have missed