পানছড়িতে দায়িত্ব গ্রহন করেছেন ভাইস চেয়ারম্যানরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
অবশেষে সকল আলোচনার অবসান ঘটিয়ে দায়িত্বভার গ্রহন করেছেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
রবিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে দায়িত্বগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।