সুদানে সংঘর্ষ: পাশাপাশি যুদ্ধরত দলগুলো আবার পরোক্ষ আলোচনা শুরু করছে - Southeast Asia Journal

সুদানে সংঘর্ষ: পাশাপাশি যুদ্ধরত দলগুলো আবার পরোক্ষ আলোচনা শুরু করছে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুদানের যুদ্ধরত দলগুলো যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করছে। মঙ্গলবার আল আরাবিয়া টিভি একথা জানায়। দলগুলো রাজধানী খার্তুমে আকাশ এবং স্থল সংঘর্ষে লিপ্ত হয়েছে।

সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে লড়াইয়ের এখন অষ্টম সপ্তাহ চলছে, বেসামরিক নাগরিকেরা ক্রসফায়রের মধ্যে পড়েছে, তাদের মৌলিক পরিষেবাগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং অপরাধ ছড়িয়ে পড়েছে।

সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যস্থতা করেছিল এবং এর ফলে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে অসম্পূর্ণভাবে যুদ্ধবিরতি পালন করা হয়েছিল। কিন্তু মধ্যস্থতাকারীরা অনেক গুরুতর লঙ্ঘনের কথা বললে গত সপ্তাহে আলোচনা ভেস্তে যায়।

সৌদি মালিকানাধীন আল আরাবিয়া জানিয়েছে, দুই পক্ষ পরোক্ষ আলোচনায় সম্মত হয়েছে কিন্তু বিস্তারিত জানায়নি। সেনাবাহিনী এবং আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সহায়তা গোষ্ঠীগুলো খার্তুমের বাসিন্দাদেরকে ব্যাপক সহায়তা প্রদানের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বিদ্যুৎ এবং পানির ঘাটতির পাশাপাশি দোকান এবং ফার্মেসিগুলোতে সরবরাহ সংকটের মুখোমুখি।

যুদ্ধ পশ্চিমের দারফুর অঞ্চল পর্যন্ত প্রসারিত হয়েছে। সেখানে আরএসএফের উৎপত্তি এবং সেখানে তারা প্রভাব বজায় রেখেছে। খার্তুম এবং দারফুরের মধ্যবর্তী শহর এল ওবেইদও যুদ্ধের শিকার।

৪ লাখের বেশি বেসামরিক নাগরিককে সুদানের সীমানা জুড়ে এবং ১২ লাখের বেশি মানুষকে খার্তুম এবং অন্যান্য শহর থেকে বিতাড়িত করা হয়েছে। কমপক্ষে ১ লাখ ৭৫ হাজার মানুষ মিশরে যাত্রা করেছে। মিশরে যাওয়ার পথে অনেকেই কিছু পরিষেবাসহ সীমান্ত শহরগুলোতে কয়েক দিন এবং সপ্তাহের মতো দেরি হয়েছে।

You may have missed