সংকট মোকাবিলায় রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বাড়াতে ইউএনএইচসিআরের আহ্বান
![]()
নিউজ ডেস্ক
মানবিক সংকট মোকাবিলায় রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ।
মঙ্গলবার (২০ জুন) সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক চিত্র প্রদর্শনীতে এ আহ্বান জানান তিনি।
প্রদর্শনীতে মিয়ানমারের রাখাইনে মানবতাবিরোধী অপরাধ, বাংলাদেশের আশ্রয় শিবিরে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে রোহিঙ্গাদের জীবনযাপন, প্রত্যাবাসনের স্বপ্নের খণ্ড গল্প উঠে আসে।
প্রদর্শনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জোহানেস ভ্যান ডের ক্লাউ বলেন, মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-ইউএনএইচসিআর যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা ২০২৩ তহবিলের মাত্র ১০ শতাংশ পাওয়া গেছে। এ তহবিলে আরও অর্থায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জোহানেস।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা টেকসই প্রত্যাবাসনের উপযোগী নয় জানিয়ে তিনি বলেন, যদিও প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তবে পাইলট প্রকল্পের মাধ্যমে অল্প সংখ্যক রোহিঙ্গাই যেতেই পারেন। প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সচেতনভাবে সিদ্ধান্ত নেয়া এবং আস্থা তৈরি জরুরি বলে মনে করেন তিনি।