রোহিঙ্গা শিবিরে সন্ত্রাস মোকাবিলার আহ্বান নাগরিক সমাজের - Southeast Asia Journal

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাস মোকাবিলার আহ্বান নাগরিক সমাজের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সিভিল সোসাইটিভিত্তিক কূটনৈতিক তৎপরতা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সন্ত্রাস মোকাবিলায় কঠিন সিদ্ধান্ত আরোপের পরিবর্তে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ওপর জোর দেন।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সোমবার কক্সবাজারভিত্তিক এনজিও নেটওয়ার্ক (সিসিএনএফ) ও কোস্ট ফাউন্ডেশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের মানবিক অবস্থান’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এ আহ্বান জানান।

নারীপক্ষের সমন্বয়ক শিরীন হকের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, সিসিএনএফ-এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম, এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের সাবেক সভাপতি গোপাল কে. সিয়াকোটি, দুর্যোগ বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, দুর্যোগ বিশেষজ্ঞ আব্দুল লতিফ খান প্রমুখ।

শিরীন হক বলেন, ‘ক্যাম্প ও ক্যাম্পের বাইরে সন্ত্রাস রুখে দিতে কঠিন নিষেধাজ্ঞা আরোপে বিশেষ সুফল বয়ে আনবে না। বরং নারী, পুরুষ ও যুবক,যু বতীদের অংশগ্রহণে ক্যাম্প ও হোস্ট কমিউনিটির সঙ্গে আলোচনার মাধ্যমে তাৎপর্যপূর্ণ সমাধান করতে হবে।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাংলাদেশেগঠনর নাগরিক সংগুলোর রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আশিয়ান ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর নাগরিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোড়াগ বাতে হবে।’