পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর দ্য ডনের।
বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতীয় ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খারিজের ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তানে ফিতনা-আল-খারিজ শব্দটি ব্যবহার করা হয়।
বিবৃতিতে জানানো হয়, খইপুর মোহমান্দ জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময় হয়। এতে সাতজন খারিজি মারা যায়।
দ্বিতীয় অভিযান চালানো হয় বান্নু জেলায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো ছয় সন্ত্রাসী নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সন্ত্রাস নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত মাসে বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়। এই বছরের শুরুতে পাকিস্তান ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় স্থানে ছিল, যেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।