কক্সবাজারের ঈদগাঁহকে উপজেলা বাস্তবায়নকল্পে পরিপত্র জারি
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের ঈদগাঁহকে উপজেলা বাস্তবায়নকল্পে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা।
২৪ জুন মন্ত্রণালয়ের উপ সচিব নুমেরী জামানের স্বাক্ষরে জারিকৃত সরকারি প্রথম পত্রে প্রস্তাবিত উক্ত নতুন ঈদগাঁহ উপজেলা গঠনের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পত্রটি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্মারক নং মূলে জেলা প্রশাসক কক্সবাজার বরাবরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
কক্সবাজার সদরের ৫ ইউনিয়ন ঈদগাঁহ সদর ইউনিয়ন, ইসলামপুর, ইসলামাবাদ ,জালালাবাদ ও পোকখালী নিয়ে উক্ত উপজেলা গঠিত হবে।
