কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও ২ কেজি হেরোইনসহ আটক ২
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারে দুটি পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও দুই কেজি হেরোইনসহ দুই পাচারকারীকে আটক করেছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। রবিবার সকালে উখিয়ার রত্নাপালং এবং কক্সবাজার সদরে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও আটকের ঘটনা ঘটেছে।
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী নুরুল আমিন ভুট্টোকে (৪১) আটক করা হয়েছে তার নিজ বাড়ি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকা থেকে। ইয়াবা পাচারকারী ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।
তিনি মাত্র চার মাস আগে ইয়াবা পাচারের মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও ধরা পড়েছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আটক হওয়া ইয়াবা কারবারি নুরুল আমিন ভুট্টো মিয়ানমার সীমান্তের তালিকাভুক্ত একজন কুখ্যাত ইয়াবা কারবারি। শুধু উখিয়া থানায়ই তার বিরুদ্ধে আটটি মাদক পাচারের মামলা রয়েছে।
মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আনার খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে বলে জানান থানার ওসি।
অপরদিকে রবিবার সকালে কক্সবাজার সদর উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাসে যৌথ অভিযান চালিয়ে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
আটক হওয়া হেরোইন পাচারকারী মোহাম্মদ সেলিম চকরিয়া উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, সকালে কক্সবাজার শহরমুখী যাত্রীবাহী বাসযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবি যৌথ অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। লোকটির সাথে থাকা একটি ব্যাগের ভেতর পাওয়া যায় এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
