মন দিয়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী ফুটবল দল - Southeast Asia Journal

মন দিয়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী ফুটবল দল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সল্টলেকে স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। স্টেডিয়ামের ভেতরে পুরোদমে প্রস্তুতি চলছে। স্টেডিয়ামের বাইরে সাজসজ্জার কাজ চলছে। নতুন রংয়ের প্রলেপ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) কলকাতার এই মাঠে টুর্নামেন্টের পর্দা উঠবে। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ সেনাবাহিনী খেলবে ডুরান্ড কাপের ছয়বারের চ্যাম্পিয়ন মোহন বাগানের বিপক্ষে।

মোহন বাগান শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবলের শক্তি সমান না হলেও বাংলাদেশের ফুটবলাররা সেটি মাথায় নিচ্ছেন না। তারা প্রতিপক্ষ হিসেবে দেখছেন। মাঠের লড়াইয়ে কারা জিতবেন সেটি মাঠেই প্রমাণ হবে। তার আগে সেনাবাহিনীর ফুটবলাররা মন দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

কলকাতায় প্রচণ্ড গরম। গা পুড়ে যায়। কষ্ট হলেও সেনাবাহিনীর ফুটবলাররা এই আবহাওয়ায় মানিয়ে নিতে পরিশ্রম করছেন। বিকাল গড়িয়ে না গেলে রোদের তাপ কমছে না। কোচ হয়ে এসেছেন সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাক।

তার জন্য এবারই প্রথম কঠিন চ্যালেঞ্জ। কোচ রাজ্জাকের জন্য কঠিন চ্যালেঞ্জ। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম এত কঠিন দায়িত্ব পালন করছেন তিনি। মনে আত্মবিশ্বাস আছে। জার্মানি, হাঙ্গেরিতে কোচিং করিয়েছেন রাজ্জাক। অভিজ্ঞতা ভালোই। নিজের ক্যারিয়ারে যতটা অর্জন করেছেন তারা সবটুকু মোহন বাগানের ম্যাচে ঢেলে দিতে প্রস্তুত। রাজ্জাক চ্যালেঞ্জ নিয়ে নামতে চান। অঘটন ঘটাতে চান। তিন বিদেশি নিয়ে মাঠে নামবে মোহন বাগান। নেমেই পুরো দখল নিয়ে নেবে, সেই কাজ করতে দেবে না সেনাবাহিনীর ফুটবলাররা।

যুদ্ধে কীভাবে লড়াই করতে হয় সেই মন্ত্র জানা আছে। খেলোয়াড়দেরকে উজ্জীবিত রাখতে সঙ্গে আছেন দলের কর্মকর্তারা। তারা সেনা অফিসার, তারাও পুরো দলটাকে একটা সুতোয় গেঁথে নিচ্ছেন। সল্টলেকের এই স্টেডিয়ামেরই নিচে গড়ে তোলা হয়েছে পাঁচ তারকা মানের আবাসিক ব্যবস্থা। চোখে না দেখলে বুঝা যাবে না খেলোয়াড়দের জন্য কী সুন্দর পরিকল্পনায় আবাসিক অবস্থা গড়ে তোলা হয়েছে। মোহন বাগান ছাড়াও ইস্ট বেঙ্গল ক্লাব এবং পাঞ্জাবের বিপক্ষে গ্রুপ ম্যাচে খেলবে বাংলাদেশ সেনাবাহিনী। ডুরান্ড কাপের খেলা ভারতের চারটি শহরে হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারতের সেনাবাহিনী আর নৌবাহিনীও খেলছে। ১৩২তম আসরে এবারই প্রথম খেলছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৭ বছর পর ডুরান্ড কাপে বিদেশি দল খেলছে।