এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদরদপ্তর পরিদর্শন - Southeast Asia Journal

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদরদপ্তর পরিদর্শন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেছেন। এনডিসির চিফ ইন্সট্রাকটর বিগ্রেডিয়ার জেনারেল মামুন উর রশীদ প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন।

বুধবার (২ আগস্ট) দুপুরে প্রশিক্ষণের অংশ হিসেবে সদর দপ্তর পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে মামুন উর রশীদ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানান, সভায় বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মো. হারুন-অর-রশিদ প্রশিক্ষাণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন।

তিনি বলেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ ও যে কোন সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করে থাকে। এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক আগামীতে আরও সুসংহত ও সুদৃঢ় হবে।

প্রশিক্ষণার্থী দলে ১২ জন ফ্যাকাল্টি মেম্বার এবং ৫৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ছিলেন।