খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দিচ্ছে সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দিচ্ছে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় ভারি ও অতি ভারি বৃষ্টিপাতে মাইনী নদীর দুই ধারের পানিবন্ধী মানুষের পাশে দাড়িয়েছে দীঘিনালা সেনা জোন।

আজ বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাঃ বিদ্যালয় ও মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মধ্যে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ এর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।

ত্রান সামগ্রী বিতরণ কালে দীঘিনালা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম বলেন, ‘সেনাবাহিনী যে কোন দুর্যোগ মোকাবেলায় জনপ্রতিনিধি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষনিক খোঁজ খবর রাখছে। দীঘিনালা জোন চেষ্টা করছে সকল আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে সেনা সহায়তা পৌছে দেওয়া।’

এসময় সেনা জোনের চিকিৎসা কর্মকর্তা আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. হোসেন ও মো. হেলাল উদ্দিন প্রমুখ পস্থিত ছিলেন।

You may have missed