রাঙামাটিতে দুর্যোগকালীন ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন - Southeast Asia Journal

রাঙামাটিতে দুর্যোগকালীন ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অতিবৃষ্টির ফলে বন্যা ও ভূমি ধ্বসে দুর্যোগকালীন সময়ে রাঙামাটির জাবতলী ইউনিয়নে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন।

বুধবার (৯ আগষ্ট) সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল এর তত্ত্বাবধানে কোয়াটার মাস্টার মেজর সাবিহা শারমিন ও আরএমও ক্যাপ্টেন সাদমান সাকিব অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

ভবিষ্যতে এরকম দুর্যোগকালে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।

You may have missed