খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট’র আলোচনা সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে বাংলণাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি পান, পানি নিষ্কাশন ব্যবস্থা, শারীরিক প্রতিবন্ধীদের সেবা প্রদান,পারিবারিক যোগাযোগ ব্যবস্থা, গবাদি পশু পালনের মাধ্যমে পরিবারের উন্নয়ন ব্যবস্থা, জেলখানার বন্দি পরিদর্শন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রসার, শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই মঙ্গলবার ২ নং কমলছড়ি ইউনিয়নের দাঁতকুপিয়া ইসলাম নগর এলাকায় স্থানীয়দের নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভা ও রেড ক্রিসেন্টের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ও ব্রিটিশ নাগরিক মিস লরা।
সভায় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, বাংলাদেশ আইসিআরসির প্রধানের উপদেষ্টা শিরীন সুলতানা, খাগড়াছড়ি এলাকার ফিল্ড ম্যানেজার আব্দুল গনি, মাঠ কর্মী ফারুক হোসেনসহ স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইসিআরসির পক্ষ থেকে গত ২০১৬ সালে উক্ত এলাকায় ১২৪ টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত টয়লেট, ১৮টি গভীর নলকুপ ও ৮৫টি পরিবারের মধ্যে গবাদি পশু পালনের জন্য ৩০ হাজার টাকা করে মোট ২৫ লক্ষ ৫০ হাজার টাকা নগদ প্রদান করেছিলেন।
