লংগদুতে ভয়াবহ অগ্নিকান্ডঃ পুড়ে ছাই শতাধিক বসতবাড়ি - Southeast Asia Journal

লংগদুতে ভয়াবহ অগ্নিকান্ডঃ পুড়ে ছাই শতাধিক বসতবাড়ি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির লংগদুতে ভয়াবহ এক অগ্নিকান্ডে শতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হবে বলে আপাতত ধারণা করা হচ্ছে।

২রা জুলাই মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ঢাকাইয়্যা টিলা নামক এলাকার স্থানীয় শফিকের বাসায় হঠাৎ আগুন লাগে করে। এরপর আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় দীঘিনালা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের সহযোগিতায় কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের উৎপত্তি কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

You may have missed