পানছড়িতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

পানছড়িতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা জুলাই বৃহস্পতিবার পানছড়ি সীমান্ত সংলগ্ন নন্দপুর বিওপির বিপরীতে (ভারতীয় অংশে) এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১১ সদস্য বিশিষ্ঠ বিজিবি দলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ এবং বিএসএফ দলের নেতৃত্ব দেন উদয়পুর বিএসএফ সেক্টরের ডিআইজি জামিল আহমেদ।

সভায় সীমান্তে আইন–শৃংখলা রক্ষাসহ শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চিতের জন্য সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ম্যামোরেন্ডাম অব আন্ডাস্ট্যান্ডিং হস্তান্তর করা হয়।