বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে সেনাবাহিনীর আলীকদম জোন।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক এসব অনুদান প্রদান করা হয়।

এছাড়াও আসন্ন দূর্গোৎসব উপলক্ষ্যে ৭টি পূজা মন্ডপকে বিশেষ অনুদান প্রদানসহ সর্বমোট দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত আট টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন।

এসময় তিনি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

You may have missed