দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে বিজিবির আর্থিক অনুদান প্রদান
নিউজ ডেস্ক
হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির পক্ষ থেকে ৬টি মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপজেলার ৬টি মন্দিরকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ওয়াগ্গা রিভার ভিউ পার্কে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আমির হোসেন মোল্লা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেন।
সনাতনী সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ভাবে, নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সভাপতি বিপ্লব সেন লাতু, মিশন এলাকা শ্রী শ্রী দক্ষিণেশ্বর সার্বজননীন কালি মন্দিরের সভাপতি সুধীর ধর, মিশন এলাকা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি রিপন কান্তি গুহ, ওয়াগ্গাছড়া শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি সজল রায়, শিলছড়ি শ্রী দুর্গামন্দির রাম সীতা সংঘের অর্থ সম্পাদক সুভাষ দাশ উপস্থিত ছিলেন।