নাফনদী থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ৩ জনকে অপহরণ
 
নিউজ ডেস্কঃ
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ৪র্থ শ্রেণী ছাত্র ও দুই জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১২ জুলাই) সকালে নাফনদী হোয়াইক্যং পয়েন্টে থেকে তাদের আপহরণ করা হয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা। অপহৃতরা হলেন, হোয়াইক্যং উত্তরপাড়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র ও হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মোঃ জুনায়েদ (১০), মৃত জালাল আহমদের পুত্র জেলে সিরাজ উল্লাহ (২৬) ও মনিরঘোনা এলাকার আব্দু জলিলের পুত্র জেলে মোহাম্মদ রুবেল (২৪)।
জানা যায়, শুক্রবার তিনজন একটি নৌকা নিয়ে নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে কেওড়া ফল আনতে যায়। ফেরার পথে বাতাসের তুড়ে নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করলে মিয়ানমার (বিজিপি) সদস্যরা একটি ইঞ্জিন চালিত বোটযোগে নাফনদী সংলগ্ন তোঁতার দ্বীপ থেকে আটক করে তাঁদের মিয়ানমারের আবিমূখে চলে যায়।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, বাংলাদেশ জলসীমা অতিক্রম করায় শিশুসহ তিন জনকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি তাদের ছাড়িয়ে আনতে ব্যাটালিয়নের পক্ষ থেকে (বিজিপি) কে বার্তা পাঠানো হয়েছে। ফিরতি বার্তা এলেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
