বাসন্তি চাকমা কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের অর্থ বৌদ্ধ বিহারে বিহারের বিতরণের নিন্দা ও প্রতিবাদ - Southeast Asia Journal

বাসন্তি চাকমা কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের অর্থ বৌদ্ধ বিহারে বিহারের বিতরণের নিন্দা ও প্রতিবাদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন এলাকাসহ উপজেলা শহরগুলো যখন বন্যায় প্লাবিত হয়েছে, হাজার-হাজার মানুষ যখন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, ঠিক তখনি পার্বত্য চট্টগ্রামের বিতর্কিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমা কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে কয়েক লাখ টাকা অনুদান এনে তার ন্যায্য প্রাপ্যদার বন্যার্তদের মাঝে বিতরণ না করে বৈশাখী পূর্নিমা উপলক্ষ্যে খাগড়াছড়ির ৫৬টি বৌদ্ধ বিহারে বিতরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

মঙ্গলবার (১৬ জুলাই) ঘটিকায় সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। জেলা সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদেও সভাপতিত্বে এসময় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদািৎ হোসেন কায়েশ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শামীম হোসেন, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আশ্রাফুল আলম রনি উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বাসন্তি চাকমা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে অর্থ এনে অসহায় বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে, মানবতার ডাকে সাড়া না দিয়ে গতকাল (১৫ জুলাই) বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার ৫৬ টি বৌদ্ধ বিহারে ৭ লাখ ৭৩ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় অর্থ ব্যয় করলে কোন সমস্যা নেই, কিন্তু বন্যার মতো ভয়াবহ দূর্যোগ চলাকালে একজন সংরক্ষিত সংসদ সদস্য কিভাবে ত্রান তহবিলের অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করেন?

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং যেখানে দলীয় নেতা-কর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে বলেছেন, সেখানে উগ্র সাম্প্রদায়িক সাংসদ ও শান্তিবাহিনীর বোন বাসন্তি চাকমা আবারো নিজের চরিত্রে ফিরে গেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর প্রতিবাদে নেতৃবৃন্দ আগামীকাল (১৭ জুলাই) খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার কথাও জানান তারা।

You may have missed