খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রান বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রান বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় পার্বত্য চট্টগ্রামের মানুষ যখন দিশেহারা ঠিক তখনি খাগড়াছড়ি ও দীঘিনালায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।

গণতান্ত্রিক ইউপিডিএফ’র সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিকু চাকমার নেতৃত্বে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যা দূর্গতদের মাঝে শুকনা খাবার, ও ত্রান সামগ্রী বিতরণ বিতরণ করেছে সংগঠনটির নেতারা।

ছবি-১: দীঘিনালায় ত্রান বিতরণ করছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।

এর আগে সকালে দীঘিনালার পুর্ব হাসিনসন পুর আশ্রয়কেন্দ্রে দীঘিনালা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জনপ্রিয় চাকমার নেতৃত্বে বন্যাদূর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এসময় পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি স্থিতিশীল রাখতে সরকারের পাশাপাশি ভবিষ্যতে আত্নমানবতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

You may have missed