খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের মাঝে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রান বিতরণ
![]()
নিউজ ডেস্কঃ
টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় পার্বত্য চট্টগ্রামের মানুষ যখন দিশেহারা ঠিক তখনি খাগড়াছড়ি ও দীঘিনালায় বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।
গণতান্ত্রিক ইউপিডিএফ’র সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিকু চাকমার নেতৃত্বে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যা দূর্গতদের মাঝে শুকনা খাবার, ও ত্রান সামগ্রী বিতরণ বিতরণ করেছে সংগঠনটির নেতারা।

এর আগে সকালে দীঘিনালার পুর্ব হাসিনসন পুর আশ্রয়কেন্দ্রে দীঘিনালা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জনপ্রিয় চাকমার নেতৃত্বে বন্যাদূর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এসময় পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি স্থিতিশীল রাখতে সরকারের পাশাপাশি ভবিষ্যতে আত্নমানবতার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তারা।