অটোরিক্সা চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারী চালিত টমটম চার্জ দিতে গিয়ে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমল কান্তি চাকমা (৪৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
দীঘিনালার বৈদ্য আদাম এলাকায় মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিমল কান্তি চাকমা দীঘিনালার বৈদ্য আদাম এলাকার হাল্ল্যে চাকমার ছেলে।
নিহতের স্ত্রী সারিকা চাকমা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে নিজের বাড়িতে ব্যাটারী চালিত টমটম চার্জ দিতে গিয়ে প্লাগ লাগানোর সময় বিদ্যুস্পৃষ্ট হন বিমল কান্তি চাকমা।
গুরুতর আহত অবস্থায় তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।