পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই হৃদের ষোলটি স্পিলওয়ে গেইট - Southeast Asia Journal

পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই হৃদের ষোলটি স্পিলওয়ে গেইট

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি স্পিলওয়ে দিয়ে সেকেন্ডে ৩৩ হাজার কিউসেক পানি ছাড়ছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬জুলাই) দিনগত রাত সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বাড়ায় পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বাঁধের সবক’টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে সেকেন্ডে ৩৩হাজার কিউসেক পানি ছাড়ছেন। স্বাভাবিক নিয়মে এই সময় কাপ্তাই হ্রদে ৮৬.৪০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও (১৬ জুলাই) রাত ৮টা পর্যন্ত পানি রয়েছে ১০৬.৩০ এমএসএল। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

বর্তমানে স্বাভাবিকের চেয়ে হ্রদে ১৯.৯ ফুট পানি বেশি রয়েছে, অতিরিক্ত পানি ছাড়ার কারণে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ইউনিটটি চালু হলে বিদ্যুৎ উৎপাদন ২১২ মেগাওয়াট হতো বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

You may have missed