ঈদুল আযাহা উপলক্ষ্যে মিয়ানমার থেকে পশু আমদানি বাড়ানোর জন্য বিজিবি-ব্যবসায়ী সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের করিডোর দিয়ে পশু আমদানি বাড়াতে পশু ব্যবসয়ীদের সাথে যৌথসভা করেছে বিজিবি’র টেকনাফস্থ ২ ব্যাটলিয়ন।
সোমবার (১৫ জুলাই) টেকনাফ-২ বিজিবি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে অধিনায়য়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পশু আমাদানিকারক ব্যবসায়ীরা পশু আমদানিতে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, আবহাওয়া স্বাভাবিক হতে থাকায় ব্যবসায়ীরা পুনরায় মিয়ানমার থেকে পশু আমদানি শুরু করেছেন বলে সভায় জানান। ব্যবসায়ীরা বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে পশু আমদানি আরও বাড়ানো হবে। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় ২০ সহস্রাধিক পশু আমদানির টার্গেট রাখা হয়েছে।
এসময় লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ‘ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে বেশি করে পশু আমদানি করার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করে বলেন-আমদানি কার্যক্রম সহজ ও সাবলীল করতে বিজিবি কঠোর নজরদারি করবে।
