খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের কাউন্সিল সম্পন্ন
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে মারমা ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুলাই) সকালে শহরের পানখাইয়া পাড়া বটতল থেকে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও র্যালির উদ্বোধন করেন মারমা উন্নয়ন সংসদ এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি চাইথোঅং মারমা।
পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মারমা কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল’র খাগড়াছড়ি জেলা সভাপতি মংচিংহ্লা মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সু্যুইচিং অং মারমা।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক সংগঠক ও প্রভাষক পাইম্রাসং মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি নিঅং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল এর ১৭তম খাগড়াছড়ি জেলা কমিটি ও কলেজ কমিটির ১৩তম কাউন্সিলে নির্বাচিতদের নাম ঘোষনা ও শপথ বাক্য পাঠ করানো হয়।