গুইমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল সম্পন্ন - Southeast Asia Journal

গুইমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির গুইমারায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ জুলাই) বিকেলে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন রামগড় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী।

টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের মোট ২৮ টি টিম অংশ গ্রহন করে। এর মধ্যে বালকদের টূর্নামেন্টে ফাইনালে তিন- শূন্য গোলে তৈকর্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বড়পিলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকাদের টুর্নামেন্টে ছোট কালাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এক-শূণ্য গোলে হারিয়ে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করেন। এসময় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

You may have missed