ফল ব্যবসায়ীকে উপজাতি সন্ত্রাসীদের গুলি, ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নিন্দা
![]()
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির দীঘিনালা সড়কের ৯ মাইল নামক এলাকায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক মৌসুমী ফল ব্যবসায়ী মোঃ রুপচান মিয়াকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
২১ জুলাই রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে ও পাহাড়ে সম্প্রীতি নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যার উদ্দেশ্যে ঘটনা হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিও জানান সংগঠনটির নেতারা।
এর আগে গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাঙ্গামাটির লংগদু থেকে ফল নিয়ে চট্টগ্রাম যাবার পথে দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় ফলের ট্রাক থামিয়ে ফল ব্যবসায়ী রুপচান মিয়াকে গুলি করে পালিয়ে যায় উপজাতি সন্ত্রাসীরা।