লামায় ডাচ বাংলা ব্যাংক’র শাখা শুভ উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের লামায় ডাচ বাংলা ব্যাংক’র শাখা উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
২১ জুলাই রবিবার দুপুরে লামার আজিজ নগর এ ডাচ বাংলা ব্যাংক’র উদ্বোধন করা হয়।
ডাচ বাংলা ব্যাংকের পরিচালক মোঃ আবুল কাসেম শিরিনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন সহ সুশীল সমাজের ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ডাচ বাংলা ব্যাংক সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকল প্রকার আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা বৃদ্ধি করে এলাকাবাসীর মনে বিশ্বাস ও আস্থা স্থাপন করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।