এইচএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য গুইমারা সরকারী কলেজের - Southeast Asia Journal

এইচএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য গুইমারা সরকারী কলেজের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দারুন সাফল্য দেখিয়েছে খাগড়াছড়ির গুইমারা কলেজ। ফলাফলের দিক থেকে জেলায় ২য় স্থান দখল করেছে উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

কলেজ সূত্র মতে, এবার এ কলেজ থেকে ১৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫০ জন উত্তীর্ণ হয়েছে । কলেজটির পাশের হার ছিলো ৮৫.২৩ শতাংশে। ২০১৯ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৭৬ জন। এর মধ্যে পাশ করেছে ১৫০ জন। বিজ্ঞান বিভাগে ৬১জনে ৬০ জন, মানবিকে ৬৩ জনে ৪৯ জন এবং বানিজ্যে ৫২জনে ৪১ জন ছাত্রছাত্রী পাশ করেছে।

কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দিন জানিয়েছেন, সাফল্যের সহিত ভালো ফলাফল ধরে রাখতে কাজ করছেন তারা। পাশাপাশি গুইমারা কলেজের প্রতিষ্ঠাতা ও তৎকালীন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার তোফায়েল আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর প্রত্যেক্ষ পৃষ্ঠপোষকতায় আজ গুইমারা কলেজ জেলায় ২য় স্থান দখল করেছে। ভবিষ্যতে জেলাব্যাপী ফলাফলে প্রথম স্থান দখলের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।