রাঙামাটির রাজস্থলীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
রাঙামাটির রাজস্থলীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে রিগ্যাল চক্রবর্তী (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২১জুলাই) রাতে উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রিগ্যাল নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম তার ব্যক্তিগত ফেইসবুকে মক্কা- মদিনা ছবির উপর শিব লিঙ্গ এবং শিব’র ছবি লাগিয়ে টাইম লাইনে প্রকাশ করে। এতে স্থানীয় মুসলমানরা ক্ষিপ্ত হয়ে অভিযোগ করলে পুলিশ ওই দিন রাতে বাঙ্গালহালিয়া বাজার থেকে তাকে আটক করে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। সবকিছু বিচার-বিশ্লেষণ করে মামলা দায়ের করা হবে।