‘গুজব’ রোধে খাগড়াছড়ি পুলিশের প্রেস ব্রিফিং
![]()
নিউজ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে সারাদেশে চলমান ছেলে ধরা গুজব সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, সারাদেশে ছেলেধরা গুজব ছড়িয়েছে। এটি এখন খাগড়াছড়ি জেলাতেও ছড়াচ্ছে। এটি একটি গুজব মাত্র। এটির কোন ভিত্তি নেই। কিছু কুচক্রী মহল এই গুজবটি ছড়াচ্ছে। এই গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ করেন। আর কোন গ্রামে যদি কাউকে সন্দেহ করা হয়, তাহলে তাকে মারপিট বা গণপিটুনি না দিয়ে নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপারের পদোন্নতিপ্রাপ্ত) এম এম সালাহ উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেলের এসপি রওনক আলম, খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ প্রমুখ।