পার্বত্য চট্টগ্রামে কর্মরত সকল স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
অতি বৃষ্টি আর পাহাড়ী ঢলে বন্যা কবলিত তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তারাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর ক্লিনিক ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহ শুক্রবার ও শনিবারসহ সার্বক্ষণিক খোলা রাখা এবং উক্ত ক্লিনিক/কেন্দ্রসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের সকল প্রকার ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করার ঘোষনা দিয়েছে মন্ত্রনালয়।
সোমবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (প্রশাসন) যুগ্মসচিব মো: হেমায়েত হোসেন স্বাক্ষরিত এক স্মারক চিঠিতে এই নির্দেশ দেয়া হয় ।