উপজাতি সন্ত্রাসী কর্তৃক উপজেলা চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি - Southeast Asia Journal

উপজাতি সন্ত্রাসী কর্তৃক উপজেলা চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানের কাছে তার পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান বনরূপা পেট্রোল পাম্প বাবদ চাঁদা দাবি করেছে একটি আঞ্চলিক উপজাতি সন্ত্রাসী গোষ্ঠির নেতারা।

শুক্রবার (২আগষ্ট) রাত ৯.২০মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য জানান চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।

চেয়ারম্যান রোমান তার টাইমলাইনে লিখেন,

‘আজব এক এলাকায় আমরা বসবাস করছি। আজ সকাল থেকে আমার মোবাইল ফোন নাম্বারে ফোন করে পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান বনরুপা পেট্রোল পাম্পের চাঁদা দাবি করল আঞ্চলিক সশস্ত্র সংগঠন। মোবাইল নাম্বারগুলো সবার সামনে তুলে ধরলাম। ০১৮৪৫০৮৬৮৮৭, ০১৮৩৩৮৩১৩৪৪। আমি মৃত্যুকে ভয় করিনা। জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবেই। হুমকি-ধমকি দিয়ে লাভ নাই আঞ্চলিক সশস্ত্র সংগঠন।’

You may have missed