সংগঠনের নাম বিক্রি করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির তীব্র নিন্দা ও প্রতিবাদ পিবিসিপি’র
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নাম বিক্রি করে কতিপয় অসাধু ব্যক্তিবর্গ কর্তৃক বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজির অভিযোগ এনে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন কায়েশ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে অধিকার হারা-নির্যাতিত পাহাড়ী-বাঙ্গালীদের অধিকার রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন করে আসছে। উপজাতি সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে চলমান চাঁদাবাজি, অপহরণ, গুম-খুনের তীব্র প্রতিবাদ করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের খাগড়াছড়ি জেলা শাখার নামে বিভিন্ন স্থান হতে নামে-বেনামে চাঁদাবাজি ও ঘৃনীত কর্মকান্ড করে আসছে একটি অসাধু চক্র। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদের ও প্রশাসনের প্রতি উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ একটি নিয়মতান্ত্রিক অধিকার আদায়ের সংগঠন। এখানে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের ঠাঁই নেই। একটি চক্র দীর্ঘদিন যাবৎ খাগড়াছড়িতে সংগঠনের নাম বিক্রি করে রশিদ ও চিঠির মাধ্যমে বিভিন্ন মহল থেকে চাঁদাবাজি করে আসছে যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কাজ। এ ঘটনায় জড়িতদের হুঁশিয়ার করে নেতৃবৃন্দ আরো বলেন, আজকের পর থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের নাম বিক্রি করে কোথাও কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে তার দায়ভার সংগঠন বহন করবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।