খাগড়াছড়িতে ৮ হাজার পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ৮ হাজার পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িতে কোনবানীর ঈদ (ঈদুল আযহা) উপলক্ষে ৪ হাজার ৬শ ২৬ জন ভিজিএফ এর কার্ডধারীসহ পৌরসভার মোট ৮ হাজার পরিবারের মধ্যে ৮০ মে.টন চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাঁ মাঠে পৌরসভার মেয়র রফিকুল আলমের নেতৃত্বে চাল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার,বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদ,শ্রমিকলীগ নেতা নুরনবী, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, সতিশ চাকমাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকলের মধ্যে সৌহাদ্যপূর্ণ সহবস্থান সৃষ্টির মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটটু রাখতে হবে। সে সাথে গুজবে কান না দিয়ে বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিরা।