আন্তর্জাতিক আদিবাসী দিবসকে ঘিরে বাঘাইছড়িতে উপজাতি আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজি
![]()
নিউজ ডেস্কঃ
আগামী ৯ আগষ্ট আসন্ন আন্তর্জাতিক আদিবাসী দিবসকে ঘিরে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ (৩রা আগষ্ট) দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা বাজারে প্রবীণ কান্তি দে (বাসনা এন্টারপ্রাইজের মালিক) এবং প্রাণ কোম্পানির এজেন্টসহ বিভিন্ন ছোট-বড় দোকান হতে আদিবাসী দিবস পালনের নামে চিঠি ও রশিদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা উত্তোলন করে উপজাতি আঞ্চলিক সশস্ত্র দলের সন্ত্রাসীরা।
এ ঘটনায় সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক ব্যবসায়ীদের প্রদানকৃত একটি চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে।
এ বিষয়ে জানতে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।